“গড়তে শিশুর ভবিষ্যৎ-স্কুল হবে নিরাপদ “প্রতিপাদ্য নিয়ে শিশু দিবস উপলক্ষে শিশু সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অডিটরিয়ামে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে ও জেলা প্রশাসন নাটোরের বাস্তবায়নে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। “আমার কথা শোনো” শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান ও নাটোরের শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।