বস্ত্র ও পাট উপদেষ্টার সাথে নিটার শিক্ষার্থীদের সাক্ষাত

0
1

বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেনের সাথে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) শিক্ষার্থীদের এক প্রতিনিধিদল সাক্ষাত করেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ের অফিসকক্ষে সাক্ষাতে নিটার শিক্ষার্থীরা ‘শোষণ মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের দাবীসমূহ তুলে ধরেন- ক্যাম্পাসের সকল কার্যক্রম স্বাভাবিক করা, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের শাস্তির আওতায় আনা,একাডেমিক বিল্ডিং ও ছাত্রাবাস নতুন ভবন নির্মাণ, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) কে সরকারীকরণ ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের দাবীগুলো গুরুত্ব দিয়ে শুনেন এবং এর যৌক্তিক দাবীগুলো সংশ্লিষ্টদের সাথে নিয়ে পূরণ করবেন বলে জানিয়েছেন ।

এসময় মন্ত্রণালয়ের বিটিএমসি চেয়ারম্যান বিগ্রে. জেনারেল জিয়াউল হক, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here