ইসরায়েলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে প্রথম দফায় দেশে ফেরত আসছেন ৫৪ বাংলাদেশি।
বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রোববার রাত ১০টা ৫০ মিনিটে তারা রওনা হবেন। জেদ্দা হয়ে পরদিন অর্থাৎ, আজ সোমবার সন্ধ্যা ৬টায় সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
প্রথম দফায় ৪৭ জন প্রাপ্তবয়স্কের সঙ্গে ৭ শিশুও ফিরছে ওই ফ্লাইটে।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে অবস্থানরত বাংলাদেশির সংখ্যা প্রায় ৭০ হাজার থেকে ১ লাখ। এর মধ্যে ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন।








