প্রেসক্লাবে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

0
24

১৮তম শিক্ষক নিবন্ধনে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নেওয়া সব প্রার্থীকে সনদ দেওয়ার ঘোষণার দাবিতে আন্দোলনরতদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (২২ জুন) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে অগ্রসর হতে গেলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে বললেও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন। এরপর ১১টা ২৩ মিনিটে তাদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

আন্দোলনকারীর বলছেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও মৌখিকে রেকর্ড ২০ হাজার ৬৮৮ জন প্রার্থীকে ইচ্ছে করে ফেল করিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন তারা এনটিআরসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

তাদের দাবি,ফলাফল পুনর্মূল্যায়ন করে ভাইভায় অংশ নেওয়া সবাইকে শিক্ষক নিবন্ধন সনদ দিতে হবে। সুনামগঞ্জ থেকে আগত আন্দোলনকারী রাজিবুল ইসলাম বলেন, গত ৩১ তারিখ পরীক্ষা শেষ হয়েছে এবং ৪ তারিখ রেজাল্ট দিয়েছে। অথচ কোনো ভাইভা হয়নি। এভাবে কীভাবে রেজাল্ট দেয়? আর এতজন ফেল করে কীভাবে? এই প্রক্রিয়ার পেছনে এনটিআরসির হাত আছে। আমরা এটা মানি না। দ্রুততম সময়ে আমাদের উত্তীর্ণ ঘোষণা করে সনদ দিতে হবে।

এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে তিনজনের সঙ্গে আলোচনা করছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here