কেন সাকিবকে দলে নেয়নি, জানাল রংপুর রাইডার্স

0
28

বাংলাদেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকে গ্লোবাল সুপার লিগের জন্য স্কোয়াডে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (২৯ জুন) বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলের টিম ডিরেক্টর শানিয়ান তানিম।

তিনি জানান, ‘সাকিব আল হাসান এখনো বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা এখনো আকাশচুম্বী।

আমরা তাকে দলে চাইনি, এমন নয়। তবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে তাকে স্কোয়াডে নেওয়া সম্ভব হয়নি।’
২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, সেই সরকারে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন সাকিব। এরপর থেকে তিনি দেশে ফেরেননি।

বিভিন্ন মামলায় তার নাম জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বিদায় বলার সুযোগও পাননি এই অভিজ্ঞ অলরাউন্ডার।
শানিয়ান তানিম বলেন, ‘আমরা কোনো দিক থেকে চাপ পাইনি বা শাকিবকে বাদ দিতে বলা হয়নি। এটা পুরোপুরি আমাদের দল পরিচালনা কমিটির সিদ্ধান্ত। যেমন সোহানও বলেছ, আমরা কেবল সাকিবকে একজন ক্রিকেটার হিসেবেই দেখি, তার অন্য পরিচয় নিয়ে আমাদের কিছু জানা নেই।

তবে পরিস্থিতি এমন যে, এখনই তাকে দলে নেওয়া হলে কেমন প্রতিক্রিয়া হতে পারে তা নিয়ে আমরা নিশ্চিত ছিলাম না।’
তিনি আরও যোগ করেন, ‘সাকিব আল হাসান দলে থাকলে অনেক জায়গা সহজ হয়ে যায়—তিনি একজন ব্যাটার, স্পিনার এবং লিডার। কিন্তু সব দিক বিবেচনায় আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আশা করি সাকিব নিজেও বিষয়টি বুঝতে পারছেন।’

এদিকে রংপুর রাইডার্স তাদের গ্লোবাল সুপার লিগ স্কোয়াড ঘোষণা করেছে।

দলটি এবারের আসরে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে খেলছে।
রংপুর রাইডার্স স্কোয়াড:

নুরুল হাসান সোহান (অধিনায়ক), সৌম্য সরকার, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, রাকিবুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতেখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং, খাওয়াজা নাফে এবং খালেদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here