ফ্রান্সকে ২০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

0
5

ফ্রান্সের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিসে’ যোগদানের আমন্ত্রণ প্যারিস প্রত্যাখ্যানের ইঙ্গিত দেওয়ার পর ফরাসি ওয়াইন ও শ্যাম্পেনকে লক্ষ্য করে এই হুমকি দিয়েছেন তিনি।

একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পাঠানো একটি ব্যক্তিগত বার্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ট্রাম্প। ডেনমার্কের অংশ আর্কটিক ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প কেন অত্যধিক মনোযোগী, সেই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের তুলে ধরা যুক্তিকে উপহাস করায় ফ্রান্সের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেছেন, ‌‌‘‘আমি তার (ম্যাক্রোঁর) ওয়াইন ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক বসাব। এরপর তিনি (ম্যাক্রোঁ) বোর্ড অব পিসে যোগ দেবেন। যদিও তাকে যোগ দিতেই হবে এমন নয়।’’

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের কার্যক্রম তদারকির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ওই বোর্ডের সনদে গাজার বাইরে বিস্তৃত ভূমিকার ইঙ্গিত থাকায় তা নিয়ে আপত্তি তুলেছে ফ্রান্স।

পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ম্যাক্রোঁর একটি ব্যক্তিগত বার্তা শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে ইরান ও সিরিয়া ইস্যুতে একমত হলেও ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ে অবস্থান ‘‘বুঝতে পারছেন না’’ বলে জানান ম্যাক্রোঁ।

ব্যক্তিগত বার্তায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে দাভোসে মার্কিন প্রেসিডেন্টকে বৈঠকে বসার প্রস্তাব দেন ম্যাক্রোঁ। পাশাপাশি ইউক্রেনীয়, ডেনিশ, সিরীয় ও রুশ প্রতিনিধিদের আমন্ত্রণের কথাও বলেন তিনি। এমনকি নৈশভোজের প্রস্তাবও ছিল।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টের গ্রিনল্যান্ড প্রসঙ্গে দেওয়া যুক্তি নিয়ে ব্যঙ্গ করেছে। বেসেন্ট বলেছিলেন, আর্কটিকে রাশিয়ার সম্ভাব্য হুমকির কারণে ট্রাম্প আগাম ব্যবস্থা নিচ্ছেন। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টে ট্রাম্পের এমন পদক্ষেপের তুলনা করা হয় ভবিষ্যৎ ঝুঁকির অজুহাতে আগেভাগে ক্ষতি ডেকে আনার সঙ্গে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ম্যাক্রোঁর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, ট্রাম্পের শুল্ক হুমকি ‘‘অগ্রহণযোগ্য’’ এবং ‘‘অকার্যকর’’। পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে শুল্কের হুমকি দেওয়া গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেছে ওই সূত্র।

সূত্র: এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here