‘আমি মন থেকে বিবাহিত’

0
17

রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টানার পর বলিউড অভিনেতা আমির খানের একাকীত্ব নিয়ে চর্চা কম হয়নি। মাঝে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে নাম জড়ালেও তা গুঞ্জন হিসেবেই থেকে গেছে। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের নতুন সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করেছেন তিনি।

প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে তার রসায়ন এখন টিনসেল টাউনের টক অব দ্য টাউন। সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট কথা বলেন ৬০ পেরিয়ে ৬১-তে পা রাখা এই অভিনেতা।

গৌরীর সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে আমির বলেন, ‘গৌরী ও আমি দুজনেই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, ‘আমি মন থেকে ইতোমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।’ তবে সামাজিক নিয়মকানুন বা আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে এখনই চূড়ান্ত কিছু না জানালেও তার ভাষ্যে, ‘বিয়ের মতো যে ধরনের নিয়মকানুন থাকে, সেগুলো সময়মতো আপনাদের জানাব। আমাদের সম্পর্কটা আরও কিছুটা সামনে এগিয়ে যাক।’

জানা গেছে, বেঙ্গালুরুর বাসিন্দা ৪৬ বছর বয়সী গৌরী স্প্র্যাট পেশাগত ও ব্যক্তিগত জীবনে বেশ স্বাবলম্বী। তিনি এক পুত্রসন্তানের জননী। বর্তমানে মুম্বাইয়ে আমিরের সঙ্গে একই ছাদের নিচে থাকছেন তিনি। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর হলেও তাদের রসায়নে তা কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here