রাজধানীতে দাম বেড়েছে সব ধরনের সবজির। তবে স্থিতিশীল রয়েছে চাল, ডাল, তেলের দাম।
ক্রেতারা বলছেন, সবজির দাম বেশি রাখা হচ্ছে। আর বিক্রেতারা বলছেন, দাম বাড়ার ক্ষেত্রে তাদের হাত নেই। পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও বাড়বে।
মিরপুর, শান্তিনগর, রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ ও সেগুনবাগিচা বাজারে দেখা যায়, সবচেয়ে বেশি বেড়েছে শসা, গাজর ও টমেটোর দাম। এ বাজারগুলোতে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে গাজর ৮০ থেকে ১১০ টাকা, ৫৫ থেকে ৭০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এসব সবজিগুলো গত সপ্তাহে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম দামে বিক্রি করতে দেখা গেছে।
অন্যদিকে , চিচিঙা ৫০ থেকে ৬০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৬০ টাকা, করলা ৪৫ থেকে ৫০ টাকা, পটল ৪৫ থেকে ৫০ টাকা,সিম প্রতিকেজি ১৬০ থেকে ১৮০ টাকা,
কাকরোল ৪৯ থেকে ৫০ টাকা, উস্তা ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়শ ৪০ থেকে ৫০
বরবটি ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।