বিএনপির ভরসা নেই জনগণের উপর : মাহবুবুল আলম

0
381

তিনি বলেন, ‘বিএনপি এখন একেবারে জায়গা মতো চলে গেছে। লবিস্ট নিয়োগ করে ক্ষমতার কাছাকাছি চলে গেছে। জনগণের দরকার নেই। আন্দোলন-সংগ্রামের দরকার নেই। বিদেশিরাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। আপনারা ঘরে বসে অপেক্ষা করুন।’

জনগণের ওপর বিএনপির আস্থা নেই, ক্ষমতায় যাওয়ার জন্য তারা বিদেশি প্রভুদের কাছে ধরনা দিচ্ছে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, অবৈধপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখে জনগণের ওপর আস্থা থাকলে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশের জনগণ বিদেশি কোনো চোখ রাঙানিকে কখনও ভয় পায় নাই। বিদেশি প্রভুদের কাছে ধরনা ধরে কোনো লাভ হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। নির্বাচনে অংশ নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here