প্রকৃতপক্ষে নাসার বিজ্ঞানীরা নতুন করে গবেষণা করতে চাইছেন, বিছানায় শুয়ে থাকা অবস্থায় মানুষের শরীরের ওজনের কোনও তারতম্য হয় কিনা। টানা ঘুমিয়ে থাকলেন মানবদেহ কীভাবে পরিবর্তিত হয় সেটাই মূলত গবেষণার বিষয়। আর সেকারণেই ঘুম-বীর প্রয়োজন নাসার। কিন্তু সমস্যা একটাই আপনি এই ৭০ দিন বিছানা ছেড়ে উঠতে পারবেন না। খাওয়া-দাওয়া, স্নান সবকিছু আপনাকে করতে হবে শুয়ে শুয়েই। প্রকৃতির ডাকে সাড়া দিতে বিছানা ছাড়া যাবে কিনা সেটা অবশ্য জানানো হয়নি।
যারা সারাদিন বেমালুম ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন তাদের জন্য একটা অসাধারণ চাকরির প্রস্তাব নিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
নাসার নতুন এই চাকরিতে আপনাকে টানা ৭০ দিন কাটাতে হবে বিছানায় শুয়ে শুয়ে। আপনি যতক্ষণ খুশি ঘুমাতে পারেন। কোনো অসুবিধা নেই। আর এই ৭০ দিন ঘুমানোর জন্য আপনি পাবেন ১২ হাজার ইউরো। ভাবতে পারছেন খালি ঘুমানোর জন্য এত টাকা।








