বিশ্বকাপ শুরুর আগে কোন পাত্তাই পাছিলো না স্বাগতিক রাশিয়া।কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০, দ্বিতীয় ম্যাচে মিসরকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।কিন্তু আসল কথা এটা নয়।কথা হলো রুশ খেলোয়াড়দের বিরুদ্ধে ড্রাগ সেবনের অভিযোগ উঠেছে।
কিন্তু কেন হঠাৎ রুশ খেলোয়াড়দের নিয়ে এমন সন্দেহ মনে হল? আসলে রাশিয়ার খেলোয়াড়েরা ম্যাচের শেষ মুহূর্তেও যেভাবে দম নিয়ে ছুটছেন, তাতে সন্দেহ ব্যাপকভাবে বেড়ে গেছে।
এই সন্দেহের বোমা ফাটিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছেন খোদ ২৭ বছর বয়সী রুশ তারকা ডেনিস চেরিশেভের বাবা দিমিত্রি চেরিশেভ।
তিনি বলেছেন, তার ছেলে নাকি গ্রোথ হরমোন গ্রহণ করেছিল! এমন মন্তব্যে তোলপাড় শুরু হয়েছে রাশিয়া বিশ্বকাপে।
দিমিত্রি বলেছেন, ‘ও (ডেনিস চেরিশেভ) চোটে পড়েছিল। ডাক্তারদের মধ্যে ভুল-বোঝাবোঝির কারণে ডেনিসকে তখন গ্রোথ হরমোন দেওয়া হয়।’
চমকে দেওয়ার মতো এই তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হলে গুঞ্জন ডালপালা মেলে। যদিও এই চিকিৎসা অবৈধ কিছু নয়, তবে এই বয়সে গ্রোথ হরমোনের ইনজেকশন নেওয়া বিতর্কের জন্ম দেবেই।
বিষয়টি নিয়ে ডেনিস চেরিশেভ অবশ্য বলেছেন, ‘আমি জানি না সাংবাদিক কোথা থেকে এই খবর পেয়েছেন। সম্ভবত বাবার কথা উনি ভালোমতো বুঝে উঠতে পারেননি। আমি কখনোই এমন কিছু ব্যবহার করিনি।’







