৪৬৫ জনকে নিয়োগ দেবে স্বাস্থ্য অধিদপ্তর

0
457

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০ পদে ৪৬৫ জনকে নিয়েগা দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও  আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা-

১) পরিসংখ্যানবিদ-১৮ টি

২) সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর-০২টি

৩) কোল্ড চেইন টেকনিশিয়ান-০২টি

৪) স্কোর কিপার-২০টি

৫) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৭টি

৬) স্বাস্থ্য সহকারী-৩৬৯টি

৭) ডার্ক রুম সহকারী-০১টি

৮) ওয়ার্ড মাস্টার-০২টি

৯) ড্রাইভার-০৮টি

১০) ল্যবরেটরি এটেনডেন্ট-০৬টি

 আবেদনের নিয়ম : যোগ্যতা এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট http://www.dghs.gov.bd এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

 আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৪ জুলাই, ২০১৮ তারিখ বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here