নিরাপদ সড়কের দাবীতে নাটোরে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা

0
231
নাটোর প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবীতে নাটোরেও রাস্তায় নেমে আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়ে গাড়ির লাইসেন্স ও কাগজপত্র পর্যবেক্ষণ করে। এছাড়া জেলার বড়াইগ্রামের রাজাপুর বাজার এলাকায় একই কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা।
আজ শনিবরা সকাল ১০ টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষেভি মিছিল সহকারে শহরের মাদ্রাসা মোড়ে সমবেত হয়। পরে তারা মাদ্রাসা মোড়ের গোল চত্তরে অবস্থান নিয়ে গাড়ির কাগজপত্র পর্যবোক্ষণ ও এক লাইনে পরিবহন চলাচলে চালকদের উদ্বুদ্ধ করে।
এ সময় ওই এলাকায় জেলা পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ ব্যাপক পরিমাণ আইন শৃংখলা বাহিনীর সদস্যরা অংশ নেন। পরে স্থানীয় এমপি শফিকুল ইসলাম শিমুল ঘটনাস্থলে গিয়ে ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহবান জানানে দুই ঘন্টা ব্যাপী অবস্থান শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যায়। এদিকে একই দাবীতে জেলার বড়াইগ্রামের রাজাপুরে রাজাপুর স্কুল ও কলেজের শিক্ষার্থীরা একই কর্মসূচী পালন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here