আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত

0
319

পাবনার ভাঁড়ারায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ১৫ জন গুলিবিদ্ধ।

নীয়রা জানান, উভয় গ্রুপের সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। নিহতরা হলেন- ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে মালেক সেখ (৪০) এবং একই এলাকার মৃত গয়ের খাঁর ছেলে লস্কর খাঁ (৭০)।ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এসব কর্মকাণ্ড করছে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here