নিজস্ব প্রতিবেদক: সাত বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সোমবার সম্মতি দেন তিনি।
সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ এতথ্য জানান।
যে বিলে সম্মতি দিয়েছেন সেগুলো হলো, ডিজিটাল নিরাপত্তা বিল, সড়ক পরিবহন বিল-২০১৮, আল-হাইআতুল উলয়া লিল- জামিয়া আতিল কওমিয়া বাংলাদেশ এর অধীন কওমি মাদ্রসা সমূহের দাওরায়ে হাদিস (তাকমীল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদান বিল-২০১৮, জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮, পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান শ্রমিক (চাকরির শর্তাবলী) বিল-২০১৮, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট বিল-২০১৮ , কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট বিল-২০১৮।