সংসদ প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনে পাস হওয়া ১১টি বিলে সম্মতি জ্ঞাপন করেছেন। সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সম্মতি দেয়া বিলগুলো হচ্ছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিল, ২০১৮,বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮, বস্ত্র বিল, ২০১৮,সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল, ২০১৮,যৌতুক নিরোধ বিল, ২০১৮, সার (ব্যবস্থাপনা) (সংশোধন) বিল, ২০১৮,জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমী বিল,২০১৮,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বিল, ২০১৮,বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) বিল, ২০১৮,কৃষি বিপণন বিল, ২০১৮, এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০১৮।