জীবিত সাপ গিলে খেলেন, পরিণতি ভয়ংকর

0
513

ভারতীতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মহীপাল রাস্তার পাশে একটি ছোট সাপ দেখতে পেয়ে সেটিকে হাতে তুলে নেন। এমন সময়ে তাকে ঘিরে ভিড় জমতে শুরু করে। স্থানীয় মানুষ তাকে ঘিরে ধরলে তিনি সাপটিকে নিয়ে খেলা করতে শুরু করেন।

এমন সময়ে ভিড়ের মধ্যে থেকে অনুরোধ আসতে থাকে সাপটিকে মুখে রাখার। মহীপাল সাপটিকে তার মুখে রাখেন। তারপরে তিনি সাপটিকে গিলে ফেলেন। বাড়ি ফিরে গিয়ে মহীপাল অসুস্থবোধ করেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর চার ঘণ্টা পরই তিনি মারা যান।

মদ্যপ অবস্থায় জীবিত সাপ গিলে খাওয়ার চার ঘণ্টা পর মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ৪০ বছর বয়সী মহীপাল সিংহ নামের এক ভারতীয় নাগরিক। সম্প্রতি দেশটির উত্তর প্রদেশের আমরোহা জেলায় এ ঘটনা ঘটেছে।

সাপটি খাওয়ার পর মহীপালের দেহে বিষক্রিয়া শুরু হওয়ার তিনি সাপটি উগরে ফেলার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here