দিল্লীর দুই বিমানবন্দর সাময়িক বন্ধ

0
302

দেশইনফো ডেস্ক: আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ দিন সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ও দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রানওয়ে। মেরামতের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ।

মুম্বাই বিমানবন্দরের দুটি ও দিল্লী বিমানবন্দরের তিনটি রানওয়ে আছে। দিল্লীর রানওয়ে তিনটি দিয়ে ঘন্টায় ৭৫টি বিমান ওঠানামা করতে পারে যা দেশটিতে সর্বোচ্চ।

কর্তৃপক্ষ বলছে, ‘মুম্বাই বিমানবন্দরে দুই দফায় চলতি অক্টোবর ও আগামী বছরের মার্চ মাসের মধ্যে রানওয়েগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে।

ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর সান্তাক্রুজ, মুম্বাইতে অবস্থিত। এর ICAO কোড হল VABB আর IATA কোড হল BOM। এটি একটি সার্বজনিক বিমানবন্দর। ভারতের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর হওয়া সত্ত্বেও এর রানওয়ে মাত্র ৩,৪৪৫ মিটার দীর্ঘ। এশিয়ায় ১৪ নম্বরে এবং গোটা বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলির তালিকায় ২৯ নম্বরে রয়েছে এই বিমানবন্দর ৷

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকায় গত কয়েকবছর ধরেই এক নম্বর স্থান ধরে রেখেছে। যাত্রী, বিমান এবং কার্গো ওঠানামায় দেশের বাকী বিমানবন্দরগুলির চেয়ে অনেকাংশেই এগিয়ে IGI এয়ারপোর্ট ৷ Airbus A320 এয়ারক্রাফ্ট ওঠানামা গোটা বিশ্বে সবচেয়ে বেশি হয় দিল্লি বিমানবন্দরে ৷ ইতিমধ্যেই তিনটি টার্মিনাল বিমান ওঠানামার জন্য রয়েছে এই এয়ারপোর্টে ৷ আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার ৷

২০৩০-এর মধ্যেই ১০ কোটি যাত্রী এই বিমানবন্দর থেকে যাতাযাত করতে পারবে বলে মনে করা হচ্ছে ৷ বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের তালিকায় ১৬ নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here